সংস্কৃতিক যথার্থ পুনরুদ্ধারের উদ্দেশ্য শেখ মুজিবুর রহমান পাশ করেছিলেন বাংলা একাডেমি এ্যাকট। পরবর্তিতে জাতীয় সংস্কৃতির গৌরবময় বিকাশকে জাতীয় আন্দোলন হিসেবে গড়ে তুলতে ১৯৭৪ সালের ১৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদে গৃহীত “বাংলাদেশ শিল্পকলা একাডেমী এ্যাক্ট ১৯৭৪” (এ্যাকট নং ৩১ অফ ১৯৭৪) অনুসারে বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রতিষ্ঠিত হয়। একাডেমীর প্রথম মহাপরিচালক ছিলেন ড. মুস্তাফা নূরউল ইসলাম।[২]
১৯৭৪ সনের ১৯শে ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় সংসদে গৃহীত ইধহমষধফবংয ঝযরষঢ়ধশধষধ অপধফবসু অপঃ, ১৯৭৪ (ঢ ঢ ঢ ও ড়ভ ১৯৭৪) এর মাধ্যমে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠিত হইয়াছিল। উক্ত এ্যাক্টের ৪(২) ধারা বলে একাডেমি দেশের প্রতিটি জেলা ও মহকুমা সদরে শিল্পকলা পরিষদ গঠন করে এবং উক্ত এ্যাক্টের ২২(১) ধারা মতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিষদের ৯ সেপ্টেম্বর ১৯৭৬ তারিখের সভায় শিল্পকলা পরিষদ গঠনতন্ত্র অনুমোদিত হইয়াছিল। পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয় সংসদে ইধহমষধফবংয ঝযরষঢ়ধশধষধ অপধফবসু অপঃ. ১৯৭৪ (ঢ ঢ ঢ ও ড়ভ ১৯৭৪) রহিত করে কতিপয় সংশোধনীসহ বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন ১৯৮৯ (১৯৮৯ সনের ২২নং আইন) প্রণীত হইয়াছে। উক্ত আইন বলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিষদের ২৭ অক্টোবর ২০১৩ তারিখে অনুষ্ঠিত ১০৩তম সভায় পূর্বে প্রণীত শিল্পকলা পরিষদ গঠনতন্ত্র সংশোধনপূর্বক জেলা শিল্পকলা একাডেমি ‘গঠনতন্ত্র’ অনুমোদিত হইয়াছে। পরবর্তীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিষদের ১০৬ ও ১০৮তম সভায় গঠনতন্ত্র আংশিক সংশোধন করে জেলা শিল্পকলা একাডেমির কর্মকান্ড পরিচালনার জন্য জেলা শিল্পকলা একাডেমি গঠনতন্ত্র প্রণয়ন করা হয়। প্রণীত গঠনতন্ত্র দ্বারা জেলা শিল্পকলা একাডেমিসমূহ পরিচালিত হচ্ছে।১৯৭৪ সনের ১৯শে ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় সংসদে গৃহীত ইধহমষধফবংয ঝযরষঢ়ধশধষধ অপধফবসু অপঃ, ১৯৭৪ (ঢ ঢ ঢ ও ড়ভ ১৯৭৪) এর মাধ্যমে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠিত হইয়াছিল। উক্ত এ্যাক্টের ৪(২) ধারা বলে একাডেমি দেশের প্রতিটি জেলা ও মহকুমা সদরে শিল্পকলা পরিষদ গঠন করে এবং উক্ত এ্যাক্টের ২২(১) ধারা মতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিষদের ৯ সেপ্টেম্বর ১৯৭৬ তারিখের সভায় শিল্পকলা পরিষদ গঠনতন্ত্র অনুমোদিত হইয়াছিল। পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয় সংসদে ইধহমষধফবংয ঝযরষঢ়ধশধষধ অপধফবসু অপঃ. ১৯৭৪ (ঢ ঢ ঢ ও ড়ভ ১৯৭৪) রহিত করে কতিপয় সংশোধনীসহ বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন ১৯৮৯ (১৯৮৯ সনের ২২নং আইন) প্রণীত হইয়াছে। উক্ত আইন বলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিষদের ২৭ অক্টোবর ২০১৩ তারিখে অনুষ্ঠিত ১০৩তম সভায় পূর্বে প্রণীত শিল্পকলা পরিষদ গঠনতন্ত্র সংশোধনপূর্বক জেলা শিল্পকলা একাডেমি ‘গঠনতন্ত্র’ অনুমোদিত হইয়াছে। পরবর্তীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিষদের ১০৬ ও ১০৮তম সভায় গঠনতন্ত্র আংশিক সংশোধন করে জেলা শিল্পকলা একাডেমির কর্মকান্ড পরিচালনার জন্য জেলা শিল্পকলা একাডেমি গঠনতন্ত্র প্রণয়ন করা হয়। প্রণীত গঠনতন্ত্র দ্বারা জেলা শিল্পকলা একাডেমিসমূহ পরিচালিত হচ্ছে।